তালাবদ্ধ ঘর থেকে এক কলেজ অধ্যক্ষের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই অধ্যক্ষের নাম গোলাম মোস্তফার (৪৮)। তিনি মেহেরপুর গাংনী উপজেলার তেরাইল-জোড়পুকুরিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ।
শুক্রবার (২৯ জানুয়ারি) বিকেলে তার মরদেহ কুষ্টিয়া শহরের মঙ্গলবাড়িয়া বাজারের আমজাদ আলীর ভাড়া বাড়ি থেকে গলিত অবস্থায় উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রহমান জানান, নিহত অধ্যক্ষ কুষ্টিয়ায় একটি ভাড়া বাসায় থাকত। ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে। মরদেহ পচে দুর্গন্ধ ছড়ালে আশেপাশের লোক জানতে পারে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছ।