কুষ্টিয়ার পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় চার মাদ্রাসাছাত্রকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
তিনি হুশিয়ারি করে বলেছেন, উসকানিদাতাদেরও ছাড় দেয়া হবে না। রবিবার দুপুরে সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে ব্রিফিংকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।