কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, আজকে যারা বাংলাদেশকে আবার আফগানিস্তান বানাতে চায়, তালেবানী রাষ্ট্র বানাতে চায়, পাকিস্তানী ৪৭ ধারায় নিয়ে যেতে চায়, ধর্মকে ব্যবহার করে মানুষের মাঝে বিভ্রান্তি ছড়াতে চায়। তাদের বলতে চাই- মুক্তিযুদ্ধের আদর্শকে ধ্বংস করা যাবে না। এই ভাস্কর্যকে যদি কেউ ভাঙে ঠিক ৭১ এর মতো তাদের যে ভাবে মোকাবেলা করেছি-ইনশাআল্লাহ আবার তাদেরকে পরাজিত করে আমাদের পায়ের নিচে তাদের ক্ষমা চাইতে হবে। তিনি শুক্রবার সন্ধ্যায় টাঙ্গাইল সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, ভাস্কর্য একটি শৈল্পিক দিক। যারা মহামানব তাদের স্বরণে রাখার জন্য এবং আগামী প্রজন্ম যাতে তাদের দেখে উদ্ধুদ্ব হয় সেজন্যই এই ভাস্কর্য। বঙ্গবন্ধুর ভাস্কর্য তাকে স্বরণে রাখার জন্যই।
কৃষিমন্ত্রী বলেন, ভাস্কর্য ও মূর্তি এক নয়। ভাস্কর্যের একটা নান্দনিক দিক রয়েছে, এটি একটি শৈল্পিক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ করা হচ্ছে যাতে করে তার আদর্শ ও চেতনাকে এ দেশের ভবিষ্যত বা আগামী প্রজন্মের কাছে তুলে ধরা যায়।