বঙ্গবন্ধু ভাস্কর্য ইস্যুতে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মামুনুল হকসহ আরও ৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে।
মামলার প্রতিক্রিয়ায় মামুনুল হক বলেছেন, ‘এ মামলার মাধ্যমে আমরা বাংলাদেশবিরোধী একটি চক্রান্তের স্পষ্ট আভাস পাচ্ছি।’
ফেসবুক লাইভে মামুনুল হক বলেন, এ মামলার যে প্রেক্ষাপট তৈরি করা হয়েছে এর মাধ্যমে আমরা উদ্বিগ্ন। শুধু আমাকে নিয়ে নয়, মামলার বিবাদী অন্যদেরকে নিয়েও নয়; আমি উদ্বিগ্ন আমার প্রিয় ভূমি বাংলাদেশ এবং এর স্বার্থ নিয়ে।
মামুনুল বলেন, এ বিষয়ে আমার দ্যার্থহীন বক্তব্য হলো, এ মামলার মাধ্যমে আমরা বাংলাদেশবিরোধী একটি ষড়যন্ত্র এবং চক্রান্তের স্পষ্ট আভাস পাচ্ছি। এ মামলায় আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, আমি মরহুম শেখ মুজিবুর রহমান সম্পর্কে তার সম্মানহানিকর মন্তব্য করেছি। অন্যবাদী সৈয়দ ফয়জুল করীম সাহেব সম্পর্কেও একই ধরনের অভিযোগ করা হয়েছে।