কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর ও সারা দেশে ভাস্কর্যবিরোধী চলমান আন্দোলনে ‘বিএনপির উস্কানি’ থাকতে পারে বলে সন্দেহ পোষণ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার (০৭ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপর হামলা রাষ্ট্রদ্রোহিতার শামিল। এ হামলায় বিএনপি উস্কানিতে জড়িত কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে।’
ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্যের কাজ অবশ্যই শেষ হবে। কেউ ভাঙার ধৃষ্টতা দেখালে চরম মূল্য দিতে হবে। ভাস্কর্য ভাঙার ক্ষেত্রে কারও বিরুদ্ধে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।’