বিধানসভার আসন্ন শীতকালীন অধিবেশনে ধর্মান্তর বিরোধী বিলটি উত্থাপন করবে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সরকার।
ভারতে উত্তর প্রদেশের পর এবার মধ্য প্রদেশে জোরপূর্বক ধর্মান্তর বিরোধী বিল পাস করা হয়েছে। গতকাল শনিবার মধ্য প্রদেশে মন্ত্রিসভার জরুরি বৈঠকে সর্বসম্মতিতে গৃহীত হয় ‘ধর্ম স্বতন্ত্র বিধায়ক- ২০২০’ বিলটি। এই বিলে বলা হয়েছে কাউকে জোর করে ধর্মান্তর করলে ১০ বছর পর্যন্ত জেল হতে পারে এবং সঙ্গে গুণতে হতে পারে অর্থদণ্ড।
এই বিলটি আইনে পরিণত করতে বিধানসভার আসন্ন শীতকালীন অধিবেশনে সেটি উত্থাপন করবে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সরকার। বিধানসভায় গৃহিত হলে এটি মধ্যপ্রদেশে আইন হিসেবে কার্যকর হতে পারবে। এর পাশাপাশি জোরপূর্বক ধর্মান্তরিত করা নারী ও তার সন্তানকে নেওয়া হবে প্রশাসনিক হেফাজতে। অভিযুক্ত ব্যক্তি এবং বিবাহের সঙ্গে জড়িত পণ্ডিত বা মৌলানাকেও ভোগ করতে হবে শাস্তি। পরোয়ানা ছাড়াই গ্রেপ্তারের এখতিয়ার পাবে পুলিশ।
তবে নিজেকে নির্দোষ দাবি করার জন্য অপরাধী পাবেন দু’মাস সময়। এরমধ্যে স্বেচ্ছায় নারী ধর্মান্তরিত হয়েছেন- সেটি প্রমাণ না করা গেলে ভোগ করতে হবে শাস্তি।





