পাকিস্তানের একজন সংসদ সদস্য সে দেশের পার্লামেন্টে কথা বলার সময় বলেছেন, ভারতের হামলার ভয়ে ভারতের বিমানবাহিনীর পাইলট অভিনন্দন বর্ধমানকে ফেরত দিয়েছে ইমরান খানের সরকার।
পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে কথা বলার সময় পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের (পিএমএলএন) নেতা আইয়াজ সাদিক বলেন, গুরুত্বপূর্ণ এক বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি বলেছেন, ওই দিন অভিনন্দনকে ফেরত না পাঠানো হলে রাত ৯টার মধ্যে পাকিস্তানে হামলা চালাবে ভারত।
পিএমএলএন নেতা বলেছেন, পিপিপি, পিএমএলএনসহ পার্লামেন্টের নেতা এবং সেনাপ্রধানকে কোরেশি ওই সময় বলেছিলেন অভিনন্দনকে ফেরত দেওয়ার ব্যাপারে।
সাদিক বলেন, আমি মনে করতে পারি- শাহ মাহমুদ কোরেশি ওই বৈঠকে উপস্থিত ছিলেন, সেখানে ইমরান খান উপস্থিত হতে চাননি, সেনাপ্রধান জেনারেল বাজওয়া ওই কক্ষে প্রবেশ করলেন। ওই সময় বাজওয়ার পা কাঁপছিল এবং তিনি হাঁপাচ্ছিলেন। ওই সময় পররাষ্ট্রমন্ত্রী বলে ওঠেন, আল্লাহর দোহাই লাগে, অভিনন্দনকে জেতে দিন, রাত ৯টার মধ্যে পাকিস্তানে হামলা চালাবে ভারত।
এদিকে উইং কমান্ডার অভিনন্দন পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমান ভূপাতিত করে লাইমলাইটে চলে আসেন। কিন্তু ২০১৯ সালের ফেব্রুয়ারিতে চলমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে তিনি সীমান্ত অতিক্রম করে পাকিস্তানে ঢুকে পড়েছিলেন। বিমান ভূপাতিত হলে প্যারাস্যুট ব্যবহার করে মাটিতে নামেন অভিনন্দন। ১ মার্চ তাকে ছেড়ে দেয় পাকিস্তান।
সূত্র :— হিন্দুস্তান টাইমস।