বরিশাল ইসলামী ব্যাংক নার্সিং ইনস্টিটিউটের এক ছাত্রীকে একান্তে পাওয়ার প্রস্তাব দেয়ার অভিযোগ উঠেছে প্রশাসনিক কর্মকর্তা নূর উদ্দিনের বিরুদ্ধে। ওই ছাত্রীর বেতন মওকুফের আবেদন কার্যকর করতে এই অনৈতিক প্রস্তাব দেয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
এ ঘটনায় ওই ছাত্রী প্রশাসনিক কর্মকর্তার প্রস্তাবের স্ক্রিনশট নিয়ে প্রমাণসহ কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিলে প্রথমে অভিযোগ নিতে অস্বীকার করেন তারা। পরে অন্যান্য শিক্ষার্থীরা আন্দোলনের হুঁশিয়ারির পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ গত ২৪ ডিসেম্বর প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে আবেদন গ্রহণ করে। তবে বিষয়টি ধামাচাপা পড়ে যাওয়ার আশঙ্কা করছেন অন্যান্য শিক্ষার্থীরা। চলতি বছরের গত নভেম্বর মাসে এ ঘটনা ঘটে।
এই প্রসঙ্গে ইসলামী ব্যাংক নার্সিং ইনস্টিটিউটের অভিযুক্ত প্রশাসনিক কর্মকর্তা নূর উদ্দিন বলেন, তিনি কাউকে অনৈতিক প্রস্তাব দেননি। তৃতীয় কোনো পক্ষ তাকে ফাঁসানোর জন্য ফেক আইডি করে মেসেঞ্জারে এই ধরনের ঘটনা ঘটাতে পারে।
ইনস্টিটিউটের অধ্যক্ষ আকলিমা বেগম বলেন, ওই ছাত্রীর লিখিত অভিযোগ পেয়েছেন। পুরো বিষয়টি নিরপেক্ষভাবে খতিয়ে দেখা হচ্ছে। প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে এমন অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। তিনি এও বলেন, তবে ওই ছাত্রীও মিথ্যা অভিযোগ করলে তাকেও শাস্তি পেতে হবে।