বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তন ইউনিট বহাল, গুচ্ছ সিলেকশন বাতিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পূর্বের জিপিএ বহাল রাখার দাবিতে পালন করা বিক্ষোভ কর্মসূচি থেকে আটককৃত শিক্ষার্থীদের ছেড়ে দেওয়া হয়েছে।
আজ সোমবার (১৫ মার্চ) সন্ধা ৬টার দিকে রাজধানীর শাহবাগ থানা থেকে আটককৃতদের অভিভাবকরা মুছলেকা দিলে তাদের ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা মামুন উর রশীদ বলেন, চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেয়া হয়েছিলো। পরে তাদের মুছলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
জানা যায়, দুপুর ১২টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মানবন্ধন করে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ হয়ে প্রেসক্লাবের সামনে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এসময় তারা জাতীয় জাদুুঘরের সামনে অবস্থান নেন।
এরপর বিকাল পৌনে তিনটার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের সামনে যেতে চাইলে পুলিশ তাদের বিদ্যুৎ ভবনের সামনে বাধা দিয়ে আটকিয়ে দিলে শিক্ষার্থীরা শ্লোগান দিতে থাকে। এক পর্যায়ের পুলিশ তাদেরকে লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয় উপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে।
আটককৃতরা হলেন সারফরাজ, রাসেল আহমেদ তুষার ও মেরিল আহমেদ। এছাড়া সেখান থেকে ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফাকেও আটক করেছিলেন পুলিশ।