রবিবার | ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ৭ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | শীতকাল | সন্ধ্যা ৬:১৭

রবিবার | ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ৭ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | শীতকাল | সন্ধ্যা ৬:১৭

বিশাল রানের লিড ছুঁড়ে শ্রীলংকার ইনিংস ঘোষণা

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১১ পূর্বাহ্ণ
  • দুপুর ১১:৫৯ পূর্বাহ্ণ
  • বিকাল ১৫:৪০ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:১৯ অপরাহ্ণ
  • রাত ১৮:৩৮ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৬ পূর্বাহ্ণ

৪০০ রানের লিড ছাড়িয়ে লাঞ্চবিরতি বিরতিকে গিয়েছিল শ্রীলংকা। বিরতির দুই ওভার আগে ৬ষ্ঠ উইকেট হারায় স্বাগতিকরা।

আর লাঞ্চবিরতির পর মাঠে নেমেই ৩ উইকেট হারাল শ্রীলংকা। সুরেঙ্গা লাকমাল আউট হওয়ার সঙ্গেসঙ্গে অলআউটের তকমা জুড়তে চাইলেন না লংকান অধিনায়ক দিমুথ করুণারত্নে।

ইনিংস ঘোষণা করে দিলেন। অর্থাৎ ৯ উইকেট হারিয়ে ১৯৪ রানে থামল শ্রীলংকা। সে হিসেবে গতকালের ২৪২ রান যোগ করে শ্রীলংকা লিড পেল ৪৩৬ রানে।

গতকালই ৪০০ রানের লিড নেওয়ার পরিকল্পনার কথা বলা হয়েছিল শ্রীলংকা শিবির থেকে। আর সেই পরিকল্পনায় সফল স্বাগতিকরা।
 
এজন্য আজ দিনের শুরু থেকেই মারমুখী খেলেছেন লংকান ব্যাটসম্যানরা। স্কোরবোর্ডে ১৯৪ রান জমা করতে শ্রীলংকা খেলেছে ৪২.২ ওভার। শেষ ১০ ওভারে ৪ উইকেট হারিয়েছে দলটি। কিন্তু রান জমা করেছে ৬৩!

চতুর্থ দিন সকালে ৪টি উইকেট হারিয়ে ১৫৫ রান তুলে স্বাগতিকরা। লাঞ্চ বিরতি পর্যন্ত তাদের সংগ্রহ ছিল ৬ উইকেটে ১৭২ রান ও লিডের পরিমাণ ৪১৪ রান।

সকালে ২ উইকেটে ১৭ রান নিয়ে চতুর্থ দিন মাঠে নামে শ্রীলঙ্কা। অধিনায়ক দিমুথ করুনারত্নে ও অ্যাঞ্জেলো ম্যাথিউস ছিলেন ক্রিজে। সকালে ২২ রান যোগ হতেই তাইজুল ইসলামের বলে শর্ট লেগে ইয়াসির আলির তালুবন্দী হয়ে ফেরেন ম্যাথিউস।

চতুর্থ উইকেটে দ্রুত রান তোলেন করুনারত্নে ও ধনাঞ্জয়া ডি সিলভা। ৭৩ রানের জুটি গড়েন তারা। করুনারত্নেকে শিকার করে এই জুটি ভাঙেন পার্টটাইমার বোলার সাইফ হাসান।

হঠাৎ করেই সাইফ হাসানের হাতে বল তুলে দেন অধিনায়ক মুমিনুল হক। এ যেন বাজি ধরলেন মুমিনুল। বাজিতে জিতেও গেলন। নিজের তৃতীয় ওভারেই লংকান অধিনায়ককে সাজঘরে পাঠিয়ে দেন সাইফ।

আউট হওয়ার আগে ৭৮ বলে ৬৬ রান করেন লংকান অধিনায়ক।

করুণারত্নের পর বেশিক্ষণ টিকে থাকতে পারেননি ধনঞ্জয়াও। তাকে ঘূর্ণিজালে পরাস্ত করেন মেহেদী হাসান মিরাজ।

২৯.৪ ওভারে মিরাজের বলে ব্যাট চালাতে গিয়ে স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ধরা পড়েন ধনঞ্জয়া। আউট হওয়ার আগে ৫২ বলে ৪১ রান করেন এ অলরাউন্ডার।

ষষ্ঠ উইকেটে পাথুম নিশাঙ্কা ও নিরোশান ডিকভেলা দ্রুত রান তুলতে শুরু করেন। তাদের ৪৪ বলে ৩৮ রানের জুটি ভাঙেন তাইজুল।

৩৬তম ওভারে তাইজুলের করা শেষ বলে মিডঅনের ওপর দিয়ে উঁড়িয়ে মারেন নিশাঙ্কা। কিন্তু তা মিডঅন ক্লিয়ার করতে পারেনি। কয়েক কদম দৌড়ে গিয়ে বলটি তালুবন্দি করেন ফিল্ডার শরিফুল। সমাপ্তি ঘটে নিশাঙ্কার ৩১ বলে ২৪ রানের ইনিংসের।

আর বিরতির পর মাঠে ফিরেই টপাটপ দুটি উইকেট শিকার করল বাংলাদেশ। ফের ওই একটাই নাম তাইজুল। তবে তার আগে চতুর্থ দিনের প্রথম সাফল্য দেখেন পেসার তাসকিন।

২৫ বলে ২৪ রানে ব্যাট করা ডিকভেলাকে ফেরান। এখানেও তাইজুলের অবদান। বিরতির পর ফিরে প্রথম ওভারটি করেন তাসকিন।

৩৯.৫ ওভারের পঞ্চম বলটি উড়িয়ে মেরে ডিপ স্কয়ার লেগে তাইজুলের হাতে ধরা পড়েন ডিকভেলা।

এরপর নিজেই বল করতে আসেন তাইজুল। প্রথম ওভারেই পান সাফল্য। এবার তাইজুলের শিকার রমেশ মেন্ডিস। তাইজুলের ডেলিভারিটি ভালোভাবে খেলতে পারেননি রমেশ। ধরা পড়েছেন পয়েন্টে দাঁড়ানো তামিম ইকবালের হাতে। ৮ রানে ফিরেছেন তিনি।

এরপর ফের লঙ্কান শিবিরে তাইজুলের আঘাত। এবার ১২ রানে ব্যাট করতে থাকা লাকমালের উইকেট ভেঙে দেন তাইজুল।

দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫টি উইকেট শিকার করেছেন তাইজুল। মিরাজ পেয়েছেন দুটি। একটি করে পেয়েছেন তাসকিন ও সাইফ। সূত্রঃ যুগান্তর। 
Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

গণহত্যাকারীদের নির্বাচনে অংশ নেয়ার কোন অধিকার নাই;ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

২৪ এর অভ্যুত্থানে গণহত্যার রক্ত যাদের হাতে লেগে আছে, যারা দীর্ঘ স্বৈরশাসনে বাংলাদেশের মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছিল। এইদেশে কোন নির্বাচনে অংশ নেয়ার অধিকার তাদের নাই‌। নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার ছাত্র জনতার অভ্যুত্থানের চেতনা বিরোধী বক্তব্য দিয়েছেন। অনতিবিলম্বে গণবিরোধী বক্তব্যের জন্য দেশবাসীর কাছে তাকে ক্ষমা চাইতে হবে।

নীতিবান ও আদর্শবান ব্যক্তিকে ক্ষমতায় না এনে বারবার আন্দোলন করে ভাগ্যের পরিবর্তন হবে না;মুফতী ফয়জুল করিম

এম শাহরিয়ার তাজ,রিপোর্টার: ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম শায়খে

প্রাথমিকে ধর্মীয় শিক্ষকের পদ সৃষ্টি না করা ফ্যাসিবাদের অনুসরণ- জাতীয় শিক্ষক ফোরাম

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ের সম্পাদক ও জাতীয় শিক্ষক ফোরাম এর কেন্দ্রীয়

প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষকের পদ সৃষ্টি না করা ফ্যাসিবাদের অনুসরণ -জাতীয় শিক্ষক ফোরাম

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ের সম্পাদক ও জাতীয় শিক্ষক ফোরাম এর কেন্দ্রীয়

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১১ পূর্বাহ্ণ
  • দুপুর ১১:৫৯ পূর্বাহ্ণ
  • বিকাল ১৫:৪০ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:১৯ অপরাহ্ণ
  • রাত ১৮:৩৮ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৬ পূর্বাহ্ণ