গাজীপুরের কালিয়াকৈরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তিনদিন ধরে অবস্থান করছে প্রেমিকা। ঘটনাটি ঘটেছে উপজেলার জালশুকা এলাকার মোকছেদ আলীর বাড়িতে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গত তিন বছর ধরে জালশুকা এলাকার মোকছেদের ছেলে খোকন হোসেনের সাথে একই এলাকার আনোয়ারের মেয়ের সাথে প্রেমের সম্পর্ক। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘোরাফেরা ও দৈহিক মেলামেশা হয় তাদের মধ্যে। মেয়েটি বারবার বিয়ের কথা বললেও আমলে নেয়নি খোকন। গত শুক্রবার বিয়ের দাবি নিয়ে প্রেমিক খোকনের বাড়িতে অবস্থান নেয় প্রেমিকা। বিষয়টি ছড়িয়ে পড়লে এলাকার মাতাব্বর ও এলাকার জনপ্রতিনিধিরা গ্রাম পুলিশ দিয়ে মেয়েকে পাহারা দিয়ে রেখেছেন। তবে খোকনের বাড়ির লোকজন ঘরে তালা দিয়ে অন্যত্র চলে গেছে
মেয়ের বাবা আনোয়ার হোসেন বলেন, আমার মেয়ের সাথে কয়েক বছর ধরে ওই ছেলের সম্পর্ক। ছেলের বিয়ে করবে বলে তাদের বাড়িতে যেতে বলছে। গত শুক্রবার থেকে মেয়েটি ওই বাড়িতে রয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, বিষয়টি দেখা হচ্ছে। এ রকম ঘটনা ঘটে থাকলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।