মহান বিজয় দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছার নিদর্শন হিসেবে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মাঝে ফলমূল এবং মিষ্টান্ন প্রেরণ করা হয়েছে।
আজ বুধবার সকালে রাজধানীর মোহাম্মদপুরের গজনবী রোডস্থ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্র প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাদের কাছে এ উপহার সামগ্রী পৌঁছে দেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু এবং সহকারী প্রেস সচিব এবিএম সরওয়ার-ই-আলম সরকার।