বিএনপি সরকারকে টেনে নামাতে গিয়ে নিজেরাই দড়ি ছিঁড়ে নিচে পড়ে গেছে বলে এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বুধবার বিকেলে, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের উদ্যেগে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
মন্ত্রী বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন নানামূখি ষড়যন্ত্র হচ্ছে, বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যখন বলেন স্বাধীনতার ইতিহাস বিকৃতির কথা, তখন হাসি পায়। যারা ইতিহাসকে বছরের পর বছর, দশকের পর দশক ধরে বিকৃতি করেছেন তাদের মুখে এসব শোভা পায়না। আজকে যখন দেশের মানুষ সঠিক ইতিহাস জানতে পারছে, তখন তাদের গাত্রদাহ হচ্ছে। তারা ইতিহাসের খল নায়ককে নায়ক বানিয়েছিলেন, স্কুলের দপ্তরিকে তারা হেড মাষ্টার বানানোর চেষ্টা করেছিলেন।
এ সময় তিনি আরও বলেন, সারাবিশ্ব শেখ হাসিনা সরকারের উন্নয়ন চোখে দেখলেও তা বিএনপির চোখে পড়ে না। খালেদা জিয়া এক সময় বলেছিলেন, সরকার পদ্মা সেতু করতে পারবে না। এখন পদ্মা সেতু হয়ে যাচ্ছে, এখন বিএনপি নেতারা সেতুর নিচ দিয়ে যাবেন কিনা সেটি নিয়েও প্রশ্ন তোলেন তথ্যমন্ত্রী।