আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, বিএনপি-জামায়াত দেশের অগ্রগতি দেখতে পারে না। দেশকে এগিয়ে যাওয়া দেখলে তাদের গায়ে জ্বালা ধরে।
মঙ্গলবার মাগুরা জেলার শ্রীপুরে গড়াই নদীর ভাঙনকবলিত ৭ টি স্পট পরিদর্শন শেষে হাজীপুর ইউনিয়নের স্কুল মাঠে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এদেশের মানুষ নীতিহীন ও স্বপ্নহীন রাজনীতি বার বার বর্জন করেছে। একারণে তারা বিদেশী মাফিয়াদের সাথে বারবার দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। তাদের একমাত্র উদ্দেশ্য ক্ষমতা দখল। কিন্তু যতক্ষণ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জনমানুষের পাশে আছেন, ততক্ষণ কোনো অপশক্তিই দেশকে পিছিয়ে দিতে পারবে না।কোনো ষড়যন্ত্রই জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রাকে দাবিয়ে রাখতে পারবে না। কারণ, এদেশের জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ।