বিএনপি কর্মীকে আওয়ামী লীগ দাবি করায় তুরাগে বিএনপি নেতার সংবাদ সম্মেলন
এইচ এম মাহমুদ হাসান।
গত শনিবার ৫ই অক্টোবর রাজধানীর তুরাগ বাউনিয়ায় বিএনপি নেতা হাজী মোস্তফা জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত প্রতিবাদ সভা মঞ্চে আওয়ামী লীগ নেতা কর্মীদের উপস্থিতিকে কেন্দ্র করে রবিবার ৬ই অক্টোবর বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনার ঝড় উঠে।
এর ফলে নড়েচড়ে বসেন উত্তরাসহ তুরাগ থানা বিএনপির নেতাকর্মীরা।
উক্ত সংবাদের প্রতিবাদে ১০ই অক্টোবর বৃহস্পতিবার দুপুর ১২ টায় দলিপাড়া বাজার এলাকার এ এম স্কুল এন্ড কলেজে সংবাদ সম্মেলন করেন তুরাগ থানা বিএনপির নেতাকর্মীরা।
৬ই অক্টোবর রবিবার যাদের নাম এবং ছবি ব্যবহার করে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয় তাদের প্রত্যেককে সংবাদ সম্মেলনে বিএনপির নেতাকর্মী বলে দাবি করেন তুরাগ থানা বিএনপি ১ নং যুগ্ম- সাধারণ সম্পাদক আবু তাহের খান আবুল।
সংবাদ সম্মেলনে তিনি বলেন গত শনিবার তুরাগে বাউনিয়া এলাকায় বিএনপির এক প্রতিবাদ সভার মঞ্চে এবং দর্শক সাড়িতে আওয়ামী লীগের পদধারী নেতাকর্মীদের উপস্থিতি মর্মে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হলে সংবাদটি মিথ্যা এবং ভিত্তিহীন বলে দাবি করেন বিএনপির এই নেতা।
উক্ত সংবাদ সম্মেলনে বিএনপি নেতা আবু তাহের খান আবুল সাংবাদিকদের উল্লেখ করে বলেন প্রতিবাদ সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সাবেক ১ নং যুগ্ম-আহবায়ক হাজী মোহাম্মদ মোস্তফা জামান। প্রধান অতিথি বক্তব্য দেওয়ার সময় তার সাথে যাদের ছবি ব্যবহার করে সংবাদ প্রচার করা হয়েছে তারা সবাই বিএনপির নেতাকর্মী এবং তারা সকলেই বিএনপির রাজনীতির সাথে অনেক আগে থেকেই জড়িত। তিনি আরো বলেন, তারা আওয়ামী লীগের কোন কমিটিতে ছিল না। সংবাদ সম্মেলনে গণমাধ্যম কর্মীসহ তুরাগ থানা বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।