বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর-উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশ পুলিশের লাঠিপেটার ঘটনা ঘটেছে। বিএনপির নেতাকর্মী ও পুলিশের মধ্যে ঘটে যাওয়া ঘটনায় শাহবাগ ও রমনা থানায় বিএনপির শীর্ষস্থানীয় কয়েকজন নেতাসহ বেশ কিছু নেতাকর্মীকে আসামি করে মামলা রুজু হয়েছে বলে জানা গেছে।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মামলা রুজু হওয়ার প্রক্রিয়ার বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান।
তিনি জানান, প্রেস ক্লাবের সামনে দায়িত্বরত পুলিশ সদস্যদের সরকারি কাজে বাধা এবং পুলিশের ওপর হামলার ঘটনায় এ মামলা দায়ের করা হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত প্রায় অর্ধশত নেতাকর্মীকে আটক রয়েছে বলে জানা গেছে। তবে পুলিশ বলছে, এখন পর্যন্ত ১৮ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের যাচাই বাছাই করা হচ্ছে।