স্থগিত হওয়া বার কাউন্সিলের অ্যাডভোকেটশিপ তালিকাভুক্তির এম সি কিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য ১৯ ডিসেম্বর দিন ঠিক করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বার কাউন্সিল সচিব মো. রফিকুল ইসলাম (সিনিয়র জেলা ও দায়রা জজ) স্বাক্ষরিত এ জরুরি নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
বার কাউন্সিলের সচিব (সিনিয়র জেলা ও দায়রা জজ) মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়, ২৬ সেপ্টেম্বরের স্থগিতকৃত এনরোলমেন্ট লিখিত পরীক্ষা আগামী ১৯ ডিসেম্বর (শনিবার) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা শহরের বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
