
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) নির্বাচনী আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম বাবুগঞ্জের কেদারপুর ইউনিয়নের কয়েকটি এলাকায় গরীব দুঃস্থ ও অসহায় মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেন।
এ সময় তিনি বলেন, পীর সাহেব চরমোনাই এর নির্দেশনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় গরীব-দুঃখী মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। মাজলুম মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সব সময় সোচ্চার। অধিকার হারা মাজলুম জনতার ভাগ্যের পরিবর্তনের জন্য কুরআনী শাসনের কোন বিকল্প নেই।
কেবল খোদায়ী বিধান-ই মানুষের শান্তি ও নিরাপত্তার গ্যারান্টি দিতে পারে। তাই দলমত নির্বিশেষে সকলকে ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর পীর সাহেব চরমোনাই এর হাতকে শক্তিশালী করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
ঈদ সামগ্রী বিতরণের সময় তার সাথে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় অর্থ
সম্পাদক মোঃ নজরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলার সভাপতি মাওলানা শেখ নজরুল ইসলাম মাহবুব, কেদারপুর ইউনিয়নের ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মনোনীত প্রার্থী আব্দুস সাত্তার হাওলাদার সহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।