মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শনিবার রাতে এক টুইট বার্তায় তিনি এ অভিনন্দন জানান।
টুইট বার্তায় রাহুল গান্ধী বলেন, ‘প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন। আশা করি তিনি যুক্তরাষ্ট্রকে ঐক্যবদ্ধ করবেন এবং সঠিক পথে পরিচালিত করবেন’।
এর আগে জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। পপুলার ও ইলেকটোরাল ভোটের লড়াইয়ে কাঙ্ক্ষিত লক্ষে পৌঁছার পরেই এ অভিনন্দন বার্তা দেন ট্রুডো।
এদিকে সর্বশেষ পেনসিলভানিয়ার পর নেভাদায়ও জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন। দ্য গার্ডিয়ানের দেওয়া তথ্যমতে, পেনসিলভানিয়ায় জয়ের পর বাইডেনের সংগ্রহে ছিল ২৮৪ ইলেকটোরাল ভোট। যেখানে ম্যাজিক ফিগার ২৭০। কিন্তু এর কিছু পরেই নেভাদার জয়ে বাইডেনের ঝুড়িতে যোগ হয় আরও ৬ ভোট। বর্তমানে বাইডেনের অর্জন ২৯০ ইলেকটোরাল ভোট।