বাংলাদেশ-সৌদি পার্লামন্টারী ফ্রেন্ডশীপ গ্রুপের প্রথম জুম মিটিং ১৪ জুলাই বিকেল তিনটায় অনুষ্ঠিত হয়। চলতি বছরের শুরুতে বাংলাদেশ ও সৌদি আরবের বিশেষায়িত মাননীয় সংসদ সদস্যদের নিয়ে এই পার্লামেন্টারী ফ্রেন্ডশীপ গ্রুপটি প্রতিষ্ঠিত হয়।
জুম মিটিং- এ চট্টগ্রাম- ১৫ সাতকানিয়া লোহাগাড়া আসনের দুইবারের মাননীয় সংসদ সদস্য প্রখ্যাত ইসলামিক স্কলার প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীসহ গ্রুপের সদস্য বাংলাদেশ ও সৌদি আরবের মাননীয় সংসদ সদস্যগণ আলোচনায় অংশগ্রহণ করেন। আরো অংশগ্রহণ করেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের মাননীয় রাষ্ট্রদূত। আড়াই ঘন্টাব্যাপী চলা জুম মিটিং-এ বাংলাদেশ ও সৌদি আরবের দ্বি-পাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি ছাড়াও চলমামান বিশ্ব পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
সৌদি আরবের রাষ্ট্রদূত তাঁর বক্তৃতায় মাননীয় সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী কর্তৃক আরবী ভাষায় দেয়া বক্তৃতাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও দিক নির্দেশনামূলক হিসেবে আখ্যায়িত করে বলেন তাঁর বক্তৃতাটি সৌদি পার্লামেন্ট সদস্যদের কাছে অত্যন্ত হৃদয়াগ্রাহী হওয়ায় জুম মিটিং এর প্রস্তাবনা ও সিদ্ধান্ত সমূহ সৌদি সরকারের উচ্চ পর্যায়ে পৌঁছাতে সহজতর হবে।