বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের ১৯তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ
বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের ১৯তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বোর্ড কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার (০৬ মে’২১) বিকেলে রাজধানীর মাতুয়াইল আমান সিটিস্থ বোর্ডের ঢাকা অফিসে ফলাফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক মুফতী হেমায়েতুল্লাহ কাসেমী।
সদর দপ্তর চরমোনাই থেকে অনলাইনে যুক্ত হয়ে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আমীরুল মুজাহিদীন মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই, নির্বাহী চেয়ারম্যান মুফতী সৈয়দ মুহাম্মাদ নূরুল করীম কাসেমী, বোর্ডের মহাসচিব আল্লামা নূরুল হুদা ফয়েজী।
এবছর মোট ১২টি বিভাগে (কাফিয়া, কুদূরী, মীযান পুরুষ, মীযান মহিলা, উর্দু পুরুষ, উর্দু মহিলা, কিরাআতুল কুরআন দ্বিতীয়, কিরাআতুল কুরআন খাছ, হিফজ ৫-১০-২০ ও ৩০ পাড়া গ্রুপ) মুমতাজ ২৭৮৭, জাইয়্যিদ জিদ্দান ২১২৮ জন শিক্ষার্থী মেধাতালিকায় উত্তীর্ণ হয়েছেন। সর্বমোট পাশের হার ৯৫.৮৪%
এসময় উপস্থিত ছিলেন, মুফতী মিজানুর রহমান কাসেমী (আরবী ভাষা ও সাহিত্যের বিভাগীয় প্রধান, চরমোনাই জামিয়া), মুফতী মামুনুল হক কাসেমি আল আজহারি, মুফতী মাসুমবিল্লাহ ফেরদাউস কাসেমী, মুফতী জহিরুল ইসলাম কাসেমী, মুফতী সানাউল্লাহ কাসেমী, মুফতী সালীম মামুন কাসেমী, মুফতী আব্দুল্লাহ আল মুর্তাজা কাসেমী, মুফতী জোবায়ের আব্দুল্লাহ্ কাসেমী, মুফতী জাকির হোসাইন কাসেমী, মুফতী রায়হান কাসেমী, মুফতী আবু দারদা কাসেমী, মুফতী তাওফিকুল ইসলাম কাসেমী, মুফতী মুঈন কাসেমী, মুফতী আবদুস সাকুর কাসেমী, মুফতী ওমর ফারুক কাসেমী, মুফতী মাহদী হাসান কাসেমী সহ ঢাকাস্থ কুরআন শিক্ষাবোর্ড অধীনস্থ মাদরাসাসমূহের মুদাররিসবৃন্দ।