
বর্তমান সরকার একে একে জনগণের সব সাংবিধানিক অধিকার হরণ করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) রাতে এক বিবৃতিতে পুলিশের পূর্বানুমতি ছাড়া মিছিল, সভা, সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি এ মন্তব্য করেন।
খালেকুজ্জামান বলেন, বাক-স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, সভা-সমাবেশ-মিছিল-ধর্মঘট করা বাংলাদেশের সকল জনগণের সাংবিধানিক অধিকার। বর্তমান ভোট ডাকাতির সরকার একের পর এক জনগণের সাংবিধানিক অধিকার হরণ করে চলছে।
তিনি আরো বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন নামে কালো আইনে মানুষের বাক-স্বাধীনতা হরণ করা হয়েছে। আর এখন সভা-সমাবেশ মিছিলের ওপর নিষেধাজ্ঞা জারির মাধ্যমে সাংবিধানিক আরেক অধিকার হরণ করে দেশে কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী দুঃশাসনকে দীর্ঘস্থায়ী করার পরিকল্পনা করছে। আওয়ামী লীগ ভিন্ন কৌশলে দেশে বাকশালী শাসন কায়েম করে চলেছে।