আজ শুক্রবার বিকাল ৩টায় নগরীর চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে এবি পার্টি চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে ‘বিজয়ের ৪৯ বছর: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‘৪৯ বছর আগে যারা জীবনের মায়াকে তুচ্ছ করে একটি অধিকার ভিত্তিক স্বাধীন বাংলাদেশ গড়ার জন্য রক্ত দিয়েছিলেন আমরা সে স্বপ্নের বাংলাদেশ ফেরত চাই। সন্তান হারা মায়েরা যে প্রত্যাশা বুকে বেঁধে সন্তান হারানোর কষ্ট বুকে চাপা দিয়েছিলেন আমরা সে প্রত্যাশা বাস্তবায়নে কাজ করতে চাই।’
এবি পার্টি চট্টগ্রাম মহানগর আয়োজিত ‘বিজয়ের ৪৯ বছর: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় দলের সদস্য সচিব মজিবুর রহমান মন্জু এ কথা বলেন।
তিনি বলেন, দুর্ভাগ্যজনক হলেও সত্য বর্তমান শোষক গোষ্ঠীর চেহারা লর্ড ক্লাইভ-ইয়াহিয়া-আইউব শাহীর চেয়ে সুন্দর কিন্তু আচরণ একই। বৃটিশরা বন্দুক কামানের জোরে বাঙালি মুসলমানদের দমিয়ে দিতে চেয়েছিল কিন্তু পারেনি। পাকিস্তানি হানাদার বাহিনী নৃশংস কায়দায় বাংলার মানুষকে নিশ্চিহ্ন করার মিশনে নেমেছিল কিন্তু একদিন তাদের অপমানজনকভাবে পরাজয় বরণ করতে হয়েছে।
এবি পার্টির কেন্দ্রীয় সদস্য কামরুল কায়েস চৌধুরীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় সদস্য জিয়াউল হক চৌধুরী, শহিদুল ইসলাম বাবুল, আব্দুর রহমান মনির, মামুন জোয়ার্দার, মুরশেদ আলম প্রমুখ নেতৃবৃন্দ।