ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন কোমরভাঙ্গা কমিশনে পরিণত হয়েছে। পৌরসভা নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করে সরকারের জনপ্রিয়তা যাচাই করা উচিত।
তিনি বলেন, স্থানীয় নির্বাচন নিয়েও সরকার দলীয় প্রার্থীদের হুমকি-ধমকি মেনে নেয়া যায় না। নির্বাচনে সন্ত্রাস ও কালো টাকার প্রভাবমুক্ত আলস্নাহভীরম্ন প্রার্থীকে নির্বাচিত করার আহ্বান জানান তিনি।
৭ জানুয়ারি (বৃহস্পতিবার) দুপুরে বগুড়া জেলার শেরপুর পৌরসভা নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী ইমরান কামাল এর সমর্থনে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় বগুড়া জেলা ও স্থানীয় পৌরসভার মেয়র প্রার্থীসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।