বাংলাদেশ ছাত্রলীগ বরিশাল মহানগর এর কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি।
আজ মঙ্গলবার বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি কর্তৃক বরিশাল মহানগর এর কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এবং দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের অভিযোগ ছাত্রলীগ বরিশাল মহানগরের মেয়াদ উত্তীর্ণ কমিটির সভাপতি মুহাম্মাদ জসিম উদ্দীন কে তার নিজ পদ থেকে অব্যবহিত দেন কেন্দ্রীয় কমিটি।

২০১১ সালের ৯ জুলাই মোঃ জসীম উদ্দীন কে সভাপতি ও অসীম দেওয়ান কে সাধারণ সম্পাদক করে বরিশাল মহানগরের কমিটি ঘোষণা করে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি। কিন্তু কমিটির বয়স ১০ বছর অতিক্রম করলেও পূনরায় কমিটি বিলুপ্ত বা নতুন কমিটি ঘোষণা হয়নি।
এমনকি বরিশাল মহানগর ছাত্রলীগের মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিলের আদেশ চেয়ে ২০১৫ সালে বরিশাল সদর জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে মামলা করেছিলেন বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান, সমর দাস, মিজানুর রহমানসহ ১৩ সাবেক নেতা।
মামলার বিবাদীরা ছিলেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির তৎকালীন সভাপতি বদিউজ্জামান সোহাগ, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, সদ্য বিলুপ্ত বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতি মো. জসিমউদ্দিন ও সাধারণ সম্পাদক অসীম দেওয়ান।
মেয়াদোত্তীর্ণ ও অছাত্রদের কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবিতে তাঁরা মালমা করেছিলেন বলে জানা যায়। কিন্তু তার পরেও ৫ বছরেও নতুন কমিটি গঠন হয়নি।






