ঢাকা জেলার দোহার উপজেলার সুতারপাড়া গ্রামের মাওলানা মুহাম্মাদ তৈয়্যবুর রহমান কাসেমী (৫৫) নামে এক ব্যাক্তি নারায়নগঞ্জে করোনা পজেটিভ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃতের পরিবারের পক্ষ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা স্বেচ্ছাসেবক টিমকে দাফন কাজে সহযোগিতার অনুরোধ জানান।
মাওলানা মুহাম্মাদ তৈয়্যবুর রহমান কাসেমী’র লাশ এলাকায় নিয়ে আসার পর ২৫ জুলাই সকাল ৬.৩০ ঘটিকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানার কাফন- দাফন টিমের সদস্যরা গিয়ে জানাজা ও কাফন- দাফন সম্পন্ন করেন।
করোনার প্রথম প্রকোপের শুরু থেকেই ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশব্যাপী জেলা- মহানগর ও উপজেলায় করোনায় মৃতদের দাফন কার্য সম্পাদন করার জন্য স্বেচ্ছাসেবক টিম গঠন করে। সেই ধারাবাহিকতায় ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার উপজেলা শাখার স্বেচ্ছাসেবক টিম বত্রিশতম লাশ দাফন করলো।
সেচ্ছাসেবক টিমে দায়িত্ব পালন করেছেন
টিম লিডার- মুহাম্মাদ সুলাইমান বেপারী, সহকারী সমন্বয়ক-মাওলানা যুবায়ের আহমাদ সাকী, মুহাম্মাদ আমির হোসেন হাওলাদার, মুহাম্মাদ আব্দুল মালেক, হাফেজ মাওলানা ওমর ফারুক, মুহাম্মাদ শিবলু,মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা রাকিব মাহমুদ।