ময়মনসিংহের গৌরীপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ‘আলোচনাসভা ও নির্বাচিত অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরন’ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও ইউএনও হাসান মারুফ রাহাত এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪৮,ময়মনসিংহ -৩ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোফাজ্জল হোসেন খান।
উপজেলার পাবলিক হলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তাগন জাতির পিতার সংগ্রামী জীবনের সফলতার পরতে পরতে জমে থাকা বঙ্গমাতার নানান অবদানের কথা তুলে ধরেন, একিসাথে আগষ্টের শোক কে শক্তিতে রুপান্তরিত করে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ উপজেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।






