বগুড়ায় মাদক উদ্ধারে গেলে পুলিশের উপর হামলা করেছে মাদক ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (৬ মে) সন্ধ্যায় বগুড়া সদরের সাবগ্রামের চান্দুপাড়ায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ চাকুসহ দুলাল নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। তিনি ওই গ্রামের হাবিল উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নারুলী পুলিশ ফাঁড়ির সদস্যরা সাবগ্রাম চান্দুপাড়া গ্রামে মাদক উদ্ধার অভিযানে যায়। এসময় মাদক ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে পুলিশ কনস্টেবল মোস্তাফিজ আহত হন। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুলালকে চাকুসহ গ্রেফতার করে।
নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, পুলিশের সঙ্গে স্থানীয় লোকজনের ধস্তাধস্তি হয়েছে। এতে মোস্তাফিজ নামে এক পুলিশ সদস্য আঘাতপ্রাপ্ত হয়েছেন।