ফ্রান্সের প্রধানমন্ত্রী এডুয়ার্ড ফিলিপ (Edouard Philippe) পদত্যাগ করেছেন । BBC-র খবর অনুযায়ী, তাঁর পদত্যাগ গ্রহণ করেছেন প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। তিন বছর ক্ষমতায় থাকার পর পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন ফিলিপ। প্রসঙ্গত, করোনাভাইরাসের জেরে দেশের পরিস্থিতির কারণে মন্ত্রিসভায় রদবদলে আগ্রহী ছিলেন ম্যাক্রোঁ।
শুক্রবার এলিসি প্রাসাদের বিবৃতিতে বলা হয়েছে, ‘এদুয়ার্দ ফিলিপ্পে আজ সরকার প্রধান হিসেবে পদত্যাগপত্র জমা দিয়েছেন আর প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট তা গ্রহণ করেছেন। নতুন সরকার নিয়োগের আগ পর্যন্ত তিনি সরকারের অন্য সদস্যদের নিয়ে বর্তমান পরিস্থিতি মোকাবিলা অব্যাহত রাখবেন।’
প্রেসিডেন্ট ম্যাক্রোঁর তরফে ঘোষণার আগেই ফিলিপের পদত্যাগ নিয়ে জল্পনা রয়েছে। তবে নতুন মন্ত্রিসভা গঠন পর্যন্ত তিনিই দায়িত্বে থাকবেন। রবিবারই নতুন সরকার গঠনে রদবদল হবে বলে জানা গেছে।
যদিও BBC-র দাবি, প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করেই পদত্যাগ দিয়েছেন প্রধানমন্ত্রী ফিলিপ। অবশ্যই ম্যাক্রোঁর এতে সায় রয়েছে। বৃহস্পতিবারই এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী ফিলিপের প্রশংসা করেছিলেন ম্যাক্রোঁ। তবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ‘নতুন সরকার গঠন’ বলেও জানিয়েছিলেন তিনি।
প্রসঙ্গত, ফরাসি সরকারে প্রেসিডেন্টের পাঁচ বছরের মেয়াদকালে প্রধানমন্ত্রী পরিবর্তন নতুন নয়। উল্লেখযোগ্য, দেশে করোনা পরিস্থিতি সামলানো নিয়ে যথেষ্টই চাপে রয়েছে ম্যাক্রোঁর সরকার। ফ্রান্সে করোনা আক্রান্ত ১ লাখ ৬৬ হাজার। মৃত্যু হয়েছে ২৯ হাজারের বেশির।