নবীর অপমান কোনো মুসলমানই ঘরে বসে থাকতে পারেনা।ঈমানদারের উচিৎ রাজপথে এসে এই ন্যাক্যারজনক ঘটনার তীব্র নিন্দা জানানোঃঢাবি শিক্ষক
আজ সোমবার(২৬ অক্টোবর) বিকালে ফ্রান্সের পণ্য বয়কটের আহবানে ছেলেসহ রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান কর্মসূচি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।
নাম গোপন রেখে তিনি প্রেজেন্ট নিউজ কে বলেন,‘ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আমদের প্রিয় নবী, সর্বকালের সেরা মানব হযরত মুহাম্মদ(স)’র যে ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হয়েছে তা আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে।আমি তাঁদের এই ধৃষ্টতার তীব্র নিন্দা জানাচ্ছি। আমি মনে করি একজন মুসলমান হিসেবে আমাদের সকলেরই এই ঘটনার তীব্র নিন্দা জানানো উচিৎ। ’
তিনি সকল মুসলমানদের কে ফ্রান্সের পণ্য বয়কটের আহবান জানান।