সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের ছবির সঙ্গে এক নারীর আপত্তিকর ছবি পোস্ট করার ঘটনায় গ্রেফতার যুবলীগ নেতা এমাদ আহমেদ জয়কে জামিন দিয়েছেন আদালত।
আজ সোমবার (৫ এপ্রিল) বিকেলে তাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাগিব নূরের আদালতে হাজির করা হলে আদালত জামিন দেন।
এর আগে ওই ঘটনায় আজ সকালে পুলিশ বাদী হয়ে আটক জয়ের বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,
শনিবার (৩ এপ্রিল) বিকেলে এক নারীর অশ্লীল ছবির সঙ্গে হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মামুনুল হকের ছবিযুক্ত করে এমাদ আহমদ জয় তার ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। এনিয়ে আলেম সমাজ ও হেফাজত অনুসারীদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিলে বিষয়টি থানা পুলিশের নজরে আসে। এরপর এমাদকে আটক করে থানায় নিয়ে আসা হয়।