ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে কলেজছাত্রীর অশ্লীল ছবি পোস্ট করার অভিযোগে গোয়ালন্দঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে চট্টগ্রামের হাটহাজারী থেকে রিয়াজ উদ্দীন (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর তাকে গ্রেফতার করে রোববার আদালতে সোপর্দ করা হয়।
থানায় দায়েরকৃত অভিযোগ থেকে জানা যায়, গোয়ালন্দ শহরের বাসিন্দা ওই কলেজছাত্রীর সঙ্গে এক বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চট্টগ্রামের হাটহাজারী এলাকার মোহাম্মদ রিয়াজ উদ্দীন (২২) নামের এক তরুণের পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে ফেসবুকের ম্যাসেঞ্জারে ওই তরুণ নিয়মিত কথা বলতে থাকে। একপর্যায়ে উভয়ের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়।
সম্পর্কের কারণে ওই তরুণ কলেজছাত্রী ও তার পরিবারের ছবি সংগ্রহ করে। এমনকি কলেজছাত্রীর ফেসবুক আইডির পাসওয়ার্ড চাইলে সরল বিশ্বাসে তরুণকে দিয়ে দেয়। একপর্যায়ে গত বছর মার্চ মাসের প্রথমদিকে ম্যাসেঞ্জারে কুপ্রস্তাব দিয়ে আজেবাজে কথা বলতে থাকলে তার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয় কলেজছাত্রী।
২০২০ সালের ১৪ অক্টোবর কলেজছাত্রী তার ফেসবুক আইডিতে ঢুকতে গিয়ে দেখেন পাসওয়ার্ড ভুল দেখাচ্ছে। পরে দেখা যায় ওই তরুণ কলেজছাত্রীর ফেসবুক আইডির পাসওয়ার্ড পরিবর্তন করে কিছু অশ্লীল ছবি পোস্ট করেছে। এমনকি কলেজছাত্রীর ছবির সঙ্গে অশ্লীল ছবি যুক্ত করে পাঁচটি নতুন ফেসবুক আইডি খুলে ছেড়ে দেয়। এতে কলেজছাত্রী ও তার পরিবার সামাজিকভাবে মর্যাদাহানি ও হেয়প্রতিপন্ন হয়।
বিষয়টি নিয়ে তরুণের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও সমাধান হয়নি। পরে বাধ্য হয়ে কলেজছাত্রী বাদী হয়ে গত ১৪ জানুয়ারি গোয়ালন্দঘাট থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
গোয়ালন্দঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর জানান, মামলা দায়েরের পর পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে শনিবার রাতে চট্টগ্রামের হাটহাজারী এলাকা থেকে অভিযুক্ত তরুণকে গ্রেফতার করে।