নাদের চৌধুরী ফেনী জেলা প্রতিনিধি
ফেনীর ফুলগাজীতে ধানের খড়ের গাদার নিচে চাপা পড়ে দুই শিশুসহ ও এক নারী মারা গেছেন। বুধবার (২০ সেপ্টেম্বর) উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ ধর্মপুর গ্রামের ফকির বাড়ীতে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সুমি আক্তার (৩৫) সকালে
গবাদি পশুর জন্য খড় কাটছিলেন। তার দুই সন্তান শহিদ (৫) ও সিয়াম (২) তার পাশে খেলছিলেন। হঠাৎ খড়ের গাদা তাদের উপর ভেঙে
পড়ে। দুই সন্তানসহ সুমি আক্তার গাদার নিচে চাপা পড়েন। পরে স্বজনরা খবর পেয়ে তাদের উদ্ধার করে ছাগলনাইয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বর্তমানে নিহতদের লাশ ছাগলনাইয়া সরকারী হাসপাতালে রয়েছে। নিহত সুমি
আক্তার বাহরাইন প্রবাসী টিপু আলমের স্ত্রী ও দুই সন্তানের জননী। এ ঘটনায় সারা এলাকা জুড়ে শোকের মাতম চলছে। ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম জানান, তিনজন নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।