নাদের চৌধুরী ফেনী জেলা প্রতিনিধি আন্তর্জাতিক সেবা সংগঠন রোটার্যাক্ট ক্লাব অব ফেনী সেন্ট্রাল এবং রোটার্যাক্ট ক্লাব অব ফেনী রাইজিং সান এর যৌথ উদ্যোগে ফেনীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান গ্রীন ল্যান্ড কলেজ ক্যাম্পাসে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি
“রক্তের বন্ধন” আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের রক্তদানে উৎসাহ এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রোগ্রাম চেয়ার রোঃ মানিক হোসেন এর ব্যবস্থাপনায় এবং গ্রীন ল্যান্ড কলেজের সহযোগীতায় উক্ত ক্যাম্পেইন বাস্তবায়ন করা হয়েছে। উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন রোটার্যাক্ট
ডিস্ট্রিক্ট ৩২৮২ বাংলাদেশের ডিআরআর শরিফুল ইসলাম অপু, রোটারি ক্লাব অব ফেনী রাইজিং সান এর পিপি রোটারিয়ান নজরুল ইসলাম সবুজ, রোটারি ক্লাব অব ফেনী সেন্ট্রালের প্রেসিডেন্ট রোটারিয়ান কেফায়েত উল্লাহ চৌধুরী,গ্রীন ল্যান্ড কলেজের সম্মানীত অধ্যক্ষ এম,এম,ইউ আলমগীর স্যার, রোটার্যাক্ট ক্লাব অব ফেনী সেন্ট্রালের পিপি আবুল হাসনাত রনি, রোটার্যাক্ট ক্লাব অব ফেনী রাইজিং সান এর
পিপি জসিম উদ্দিন,রোটার্যাক্ট ক্লাব অব ফেনী সেন্ট্রালের পিপি তানভীর রহমান রায়হান,রোটার্যাক্ট ক্লাব অব ফেনী মুহুরী’র সিপি শেখ ফরিদ রোটার্যাক্ট ক্লাব অব ফেনী সেন্ট্রালের সভাপতি রোঃ মোঃ সালাহ উদ্দিন এবং রোটার্যাক্ট ক্লাব অব ফেনী রাইজিং সান এর সভাপতি রোঃ এ্যাডভোকেট মোহাম্মদ শারীদ এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিল উভয় ক্লাবের সদস্যবৃন্দ এবং গ্রীন ল্যান্ড কলেজের শিক্ষার্থীবৃন্দ।