ফিলিস্তিনে ইসরাইলের সন্ত্রাসী হামলা বন্ধ এবং ফিলিস্তিনকে পূর্ণাঙ্গ স্বাধীন রাষ্ট্র ঘোষণার দাবিতে আগামী ২৪ মে সোমবার ইসলামী আন্দোলন বাংলাদেশ -এর উদ্যোগে ঢাকাস্থ জাতিসংঘ দূতাবাস অভিমূখে গণমিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
আজ বুধবার সন্ধায় ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমীর পীর সাহেব চরমোনাই'র সভাপতিত্বে চরমোনাইতে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।সভায় আন্দোলনের সিনিয়র দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।
জানা যায়, ২৪ মে সোমবার সকাল ১০ টায় বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইটে গণমিছিলপূর্ব সমাবেশ অনুষ্ঠিত হবে।
গণমিছিল ও সমাবেশে মুহতারাম আমীর পীর সাহেব হুজুর চরমোনাই, মুহতারাম নায়েবে আমীর শায়খে চরমোনাইসহ আন্দোলনের সিনিয়র দায়িত্বশীলগণ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।