খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) আফসানা আফরিন সুমি (১৯) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) নিজ বাড়িতে বেলা ১১টার দিকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে জানা গেছে।
আফসানা আফরিন সুমি বিশ্ববিদ্যালয়ের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং ডিসিপ্লিনের ২০ ব্যাচের ছাত্রী ছিলেন। তিনি নগরের ফুলবাড়ীগেট এলাকার ইউনূস মোল্লার মেয়ে।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবির কুমার বিশ্বাস জানান, ওই শিক্ষার্থীর আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে তার মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।
তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ জানা না গেলেও ওই ছাত্রীর ফেসবুক ও হোয়াটসঅ্যাপ স্টোরিতে দেখা যায়, প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়াকে কেন্দ্র করে বিভিন্ন পোস্ট দিয়েছিলেন মৃত্যুর এক ঘণ্টা আগে।
সহপাঠীদের ধারণা, সম্পর্ক ভেঙে যাওয়া নিয়ে হতাশায় ভুগছিলেন সুমি। মাঝেমধ্যে তাদের মধ্যে সম্পর্ক নিয়ে ঝামেলা হতো তবে সেগুলো আবার মিটে যেত। হঠাৎ কাউকে কিছু না জানিয়ে আত্মহত্যা করায় সহপাঠীরা হতবাক।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ওই ছাত্রী ঠিকমতো খাওয়া-দাওয়া করতেন না। এজন্য তার মা বকাঝকা করতেন। মায়ের সঙ্গে এ বিষয় নিয়ে ঝগড়া হয় তার। এরপর তিনি আত্মহত্যা করেছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয়ার পর সুমির আত্মীয়-স্বজন তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল (খুমেক) নিয়ে আসেন। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক দুপুর ১টার দিকে মৃত ঘোষণা করেন।