সাভারে এক কলেজছাত্রীর আপত্তিকর ভিডিও প্রকাশ ও তাকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় রিফাত আহমেদ সজল (২৫) নামের ইস্টার্ন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রথম বর্ষের এক শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে।
ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, রিফাত সাভার পৌর এলাকার গেন্ডা মহল্লার এক কলেজছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে কৌশলে তার আপত্তিকর ভিডিও ধারণ করেন। এক পর্যায়ে সেই ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকি দেন। এ ঘটনায় ভুক্তভোগী ওই ছাত্রী নিরুপায় হয়ে বিষয়টি জানিয়ে সাভার মডেল থানায় অভিযোগ করেন। এতে ক্ষিপ্ত হয়ে রিফাত আরও বেপরোয়া হয়ে ওঠেন এবং প্রকাশ্যে ওই ছাত্রীর ওপর হামলা চালিয়ে মোবাইল ফোন ছিনিয়ে নেন। পরবর্তীতে কৌশলে ধারণ করা আপত্তিকর ভিডিও ওই ছাত্রীর বন্ধুদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন।
এ ঘটনায় ভুক্তভোগী ওই ছাত্রীর বাবা শনিবার (৫ ডিসেম্বর) রাতে ডিজিটাল নিরাপত্তা এবং নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। পরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, গ্রেফতার যুবক বখাটে। তার প্রকৃত চেহারা বের হওয়ার পর ওই ছাত্রী তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে আপত্তিকর ভিডিও ছেড়ে দিয়ে ভুক্তভোগী ও তার পরিবারকে মানসিক চাপে রেখেছিলেন তিনি। পরে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।