আল্লামা মামুনুল হক তার ফেইসবুক ভেরিফাইড পেইজ থেকে এক বার্তায় জানান,
আমি নিরাপদে আছি, পুলিশ প্রশাসনের সহযোগিতায় পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক। কেউ কোনো গুজবে বিভ্রান্ত হবেন না ।
উল্লেখ্য, মাওলানা মামুনুল হক নিজের দ্বিতীয় স্ত্রীকে নিয়ে মানসিক প্রশান্তি লাভের জন্য গিয়েছিলেন সোনারগাঁও রয়েল রিসোর্টে। সেখানে যাওয়ার পর স্থানীয় কিছু মানুষ মাওলানা মামুনুল হককে দেখেই জড়ো হতে থাকে। কিন্তু করোনার কারণে সরকারের নির্দেশনা পালনার্থে জনগণের ভিড় এড়িয়ে চলতে চাইছিলেন তিনি। আর এতেই বাধে বিপত্তি। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।