বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের একটি দল নোয়াখালীর ভাসানচরের উদ্দেশ্যে যাত্রা করেছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কক্সবাজারের উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে ১০টি বাসে করে তারা রওনা দেয়।
প্রথম দফায় প্রায় ৩ শ রোহিঙ্গা যাত্রা করেছে। এসব রোহিঙ্গা প্রথমে চট্টগ্রামের নৌবাহিনীর ঘাঁটিতে নিয়ে যাওয়া হবে। পরে সেখান থেকে নৌবাহিনীর ১৪টি জাহাজে করে ভাসানচরে নিয়ে যাওয়া হবে।