পারিবারিক জমিজমা নিয়ে কলহের জের ধরে লালমনিরহাটে ভাতিজার লাঠির আঘাতে খোতেজা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় সদর উপজেলার হারাটি ইউনিয়নের হিরামানিক গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নারী ওই গ্রামের সোলায়মান আলীর স্ত্রী।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় পারিবারিক ও জমিজমার কলহের জের ধরে সোলায়মান আলী (চাচা) ও ভাতিজা ছামছুলের (৪২) মধ্যে বাগবিতণ্ডা হয়। তখন একপর্যায়ে উত্তেজিত ভাতিজার লাঠির আঘাতে ঘটনাস্থলেই চাচি খোতেজা বেগমের মৃত্যু হয়।এ বিষয়ে হারাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক বলেন, পারিবারিক কলহের জেরে ওই নারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
বিষয়টি জানতে, লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহা আলমের সঙ্গে কথা বললে তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কোহিনূর নামের মাঝবয়সী এক নারীকে আটক করা হয়েছে।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইতোমধ্যে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।