বরগুনায় পাথরঘাটা পৌরসভার ৮ ওয়ার্ডের বৈরাগি বাড়ি মন্দিরের প্রতিমায় কালেমা লেখা সম্বলিত বই দিয়ে প্রতিমার মুকুট বানিয়ে ধৃষ্টতা প্রকাশ করেছে সনাতন ধর্মাবলম্বীরা।
বিষয়টি প্রকাশিত হলে সোমবার (২৬ অক্টোবর) রাতে ইসলামী আন্দোলন বাংলাদেশ পাথরঘাটা উপজেলার পক্ষ থেকে পাথরঘাটা থানা অফিসার ইনচার্জ বরাবর বিচার চেয়ে আল্টিমেটাম দেয়া হয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ দাবি করেন, কালিমা নিয়ে যে অনাকাঙ্ক্ষিত বিষয়টি ঘটেছে সেজন্য উক্ত মন্দিরের ব্যবস্থাপনা কমিটি আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তি মূলক ব্যবস্থা নিতে হবে।
পরে সোমবার মধ্যরাত ০১:১০ মিনিটে সাংবাদিক ও প্রশাসনিক কর্মকর্তাদের সামনে পূজা পরিষদ ও মন্দির কমিটি সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতির কাছে ক্ষমা চেয়েছেন।
এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ পাথরঘাটা উপজেলা নেতৃবৃন্দের দাবি- দোষীকে ১২ঘন্টার মধ্যে শাস্তির আওতায় আনতে হবে না হয় আমরা তীব্র প্রতিবাদে রাস্তায় নামতে বাধ্য হবো!
এর প্রেক্ষিতে পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা সুলতানা, বরগুনা সদর সার্কেল মোহাম্মদ মেহেদী হাসান, উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাব উদ্দিন ও উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান সোহাগ ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং স্থানীয় তাওহিদী জনতাকে আস্বস্ত করে বলেন অবশ্যই প্রতিমার কারিকর কে দ্রুত শাস্তির আওতায় আনা হবে।