পাকিস্তানের উত্তরাঞ্চলীয় এলাকায় কারিগরি ত্রুটির কারণে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলটসহ সেনাবাহিনীর ৪ সদস্য নিহত হয়েছেন। শনিবার (২৬ ডিসেম্বর) বিকেলে হতাহতের এ ঘটনা ঘটে বলে জানায় দেশটির সেনাবাহিনী।
এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, গিলগিট বালটিস্তানের মিনিমার্গ এলাকায় উদ্ধার অভিযান পরিচালনার সময় কারিগরি ত্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
পাইলট মেজর মো.হুসাইন, সহকারী পাইলট মেজর আয়াজ হুসাইন, নায়েক ইনজিমাম আলম এবং সেনা সদস্য মুহাম্মদ ফারুক নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে সেনা কর্তৃপক্ষ। বলা হয়, সেনা সদস্য আবদুল কাদেরের মরদেহ স্কার্ডু শহরে অবস্থিত সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে আসার সময় মিনিমার্গে হেলিকপ্টার বিধ্বস্ত হয়।