পাকিস্তানের পূর্ব ওয়াজিরিস্তান জেলায় সোমবার চার নারী এনজিওকর্মীকে গুলি করে হত্যা করেছে জঙ্গিরা।
পুলিশ বলছে, পূর্ব ওয়াজিরিস্তানের মীর আলি এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
ওয়াজিরিস্তানের পুলিশ জানিয়েছে, পূর্ব ওয়াজিরিস্তানের মীর আলিতে চার নারী এনজিওকর্মীকে বহনকারী গাড়িতে অজ্ঞাত বন্দুকধারীরা গুলি চালিয়ে তাদের হত্যা করেছে। পূর্ব ওয়াজিরিস্তান আফগানিস্তান-পাকিস্তানের সীমান্তবর্তী একটি এলাকা।
নিহত ওই চার নারী বেসরকারি একটি এনজিওতে কাজ করতেন। সিনিয়র পুলিশ সুপার শফিউল্লাহ গেন্দাপুর জানান, ওই চার নারীর ওপর স্থানীয় সময় সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মীর আলি শহরের ইপ্পি গ্রামের কাছে হামলা হয়। নারী কর্মীদের গাড়িতে অজ্ঞাত বন্দুকধারীরা গুলি করে।
এর পর ঘটনাস্থল থেকে হামলাকারী পালিয়ে যায়। হামলায় গাড়ির চালক আহত হয়। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এখন পর্যন্ত কোনো দল বা গোষ্ঠী এই বর্বর হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি। তবে নারীদের পড়াশোনা ও বাইরে কাজের বিরোধিতা করা কোনো উগ্র মুসলিম গোষ্ঠী এ হামলা চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্রঃ সিনহুয়া ও এনবিসি।