ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাউতনগর দক্ষিণ ভবানিডাঙ্গি গ্রামে মঙ্গলবার দুপুরে একটি পাওয়ার টিলারের চাকায় পিষ্ট হয়ে শামীম (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত শামীম ওই গ্রামের মেরাজুল ইসলামের ছেলে।
জানা গেছে, ঘটনার দিন ভবানিডাঙ্গি গ্রামের একটি কাঁচা রাস্তায় একদিক থেকে বাইসাইকেলে চড়ে শামীম আসছিল। অপরদিক থেকে আসা একটি পাওয়ার টিলারের সাথে মুখোমুখি সংঘর্ষে শামীম রাস্তায় পড়ে যায়। পাওয়ার টিলারের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরই পাওয়ার টিলার ড্রাইভার পালিয়ে যায়। খবর পেয়ে রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে।
মৃতের বাবা জানান, শামীম রাউতনগর রেডসান স্কুলের ৭ম শ্রেণির ছাত্র ছিল। সে লেখাপড়ায় ভালো ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সহ-পুলিশ সুপার তোফাজ্জল হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ দাফনের অনুমতি দেওয়া হবে।