অধিকৃত পশ্চিমতীরে শুক্রবার অবৈধ ইহুদি বসতি নির্মাণের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করায় ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ করেছে ইসরাইলি বাহিনী।
ইহুদিবাদী ইসরাইলের সেনা সদস্যদের নৃশংস ওই হামলায় ১০ ফিলিস্তিনি গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে ১৫ বছর রয়সি মো. সাঈদ হামাইল নামে এক কিশোর নিহত এবং আরও ৯ জন গুলিবিদ্ধ হন। খবর আনাদোলুর।
আহতদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, ইহুদি দখলদারদের আগ্রাসন ও অবৈধ বসতি নির্মাণের বিরুদ্ধে শুক্রবার পশ্চিমতীরের নাবলুস, কালকিলিয়া ও রামাল্লাহ শহরে বিক্ষোভ মিছিল বের করেন ফিলিস্তিনিরা।
এসময় তাদের ওপর বিনা উসকানিকে গুলিবর্ষণ, টিয়ার গ্যাস ও লাঠিচার্জ করে ইসরাইলি বাহিনী। এতে ওই হতাহতের ঘটনা ঘটে।






