পিএসসি-জেএসসির ভিত্তিতে এসএসসি পরীক্ষার ফলাফল দেয়াসহ ৬ দফা দাবিতে দেশব্যাপী মানববন্ধন ও বিক্ষোভের ডাক দিয়েছে এবারের এসএসসি পরীক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) এই আন্দোলনের আহবায়ক ও মুন্সীগঞ্জ ইসলামপুর কামিল মাদ্রাসার ছাত্র মো. মাহবুবুর রহমান বলেন, আগামী শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১১টায় এ কর্মসূচির শুরু করা হবে।
এর আগে গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) একই দাবিতে রাজধানীসহ একাধিক জেলায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচি থেকে পরীক্ষার্থীরা ছয়টি দাবি জানিয়েছে।
দাবিগুলো হলো—
১. করোনার ভ্যাকসিন বাজারে না আসা পর্যন্ত স্কুল খোলা যাবে না।
২. করোনাকালে কোনো ধরনের পরীক্ষা (স্কুলের বার্ষিক পরীক্ষা, টেস্ট পরীক্ষা ও এসএসসি পরীক্ষা) নেওয়া যাবে না।
৩. স্কুলে শিক্ষা কার্যক্রম ৮ মাস বন্ধ ছিল। তাই এসএসসি পরীক্ষা ৮ মাস পেছাতে হবে।
৪. পরীক্ষা ৮ মাস পেছানো হলে তার জন্য সেশনজট সৃষ্টি হবে। এর ফলে আমাদের শিক্ষাজীবন থেকে ১ বছর হারিয়ে যাবে। তাই এই সেশনজটের ক্ষতিপূরণ দিতে হবে।
৫. যদি এসব দাবি না মেনে করোনাকালে এসএসসি পরীক্ষা নেওয়া হয় এবং পরীক্ষার সময়ে যদি কেউ করোনায় আক্রান্ত হয়, তাহলে তার দায়ভার সরকারকে নিতে হবে।
৬. যদি এসএসসি পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত হয়, তাহলে পিএসসি ও জেএসসি পরীক্ষার ফলের ওপর ভিত্তি করে অটো প্রমোশন দিতে হবে।