জাতীয় পতাকা বিকৃতির অভিযোগে বেগম রােকেয়া বিশ্ববিদ্যালয়ের অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে মামলা করেছে শাখা ছাত্রলীগ। সংগঠনটির পক্ষ থেকে সাবেক সিনিয়র সহ সভাপতি মাে. আরিফুল ইসলাম আরিফ বাদী হয়ে মামলাটি করেছেন।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তাজহাটায় থানায় মামলাটি করা হয়েছে। একই অভিযোগে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকেও পৃথক আরেকটি মামলা করা হয়েছে।
ছাত্রলীগের মামলার এজহারের বলা হয়েছে, অজ্ঞাতনামা ৮/১০ জনসহ বেগম রােকেয়া বিশ্ববিদ্যালয়ের অভিযুক্ত শিক্ষকরা জাতীয় পতাকার সবুজের মাঝে লাল বৃত্তাকার অংশটি গােলাকার বিকৃত করিয়া আয়তকার বানিয়েছে। পতাকা যেখানে উচ্চমুখি হইবে, সেখানে আসামীরা জাতীয় পতাকার অবমাননা করিয়া পতাকা নিম্নমুখি করে পায়ের নিচে ফেলিয়াছে মর্মে ৪নং আসামীর ফেসবুক পােস্ট প্রদান করেন। আসামীগন সেচ্ছায় স্বজ্ঞানে জাতীয় পতাকার বিধিমালার ব্যতয় ঘটাইয়াছেন।
ছাত্রলীগের এজহারে অভিযুক্তরা হলেন- গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক তাবিউর রহমান প্রধান, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক পরিমল চন্দ্র বর্মন, ভূগােল ও পরিবেশ বিভাগের অধ্যাপক শামীম হােসেন, ইতিহাস প্রত্নতত্ত বিভাগের শিক্ষক সােহাগ আলী, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর মাহামুদুল হাসান, সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক রাম প্রসাদ বর্মন, গণযােগাযােগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক কাইয়ুম। পিএস মাে. আমিনুর রহমান।
মামলার বিষয়টি নিশ্চিত করে তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। প্রাথমিক তদন্ত চলছে। তদন্ত শেষে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে।





