নোয়াখালীর হাতিয়া উপজেলায় পাওনা টাকা চাওয়ায় কাজল কৃষ্ণ দাস (৫৫) নামে এক স্কুলশিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শান্ত চন্দ্র মজুমদার (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার ভোর ৪টার দিকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই শিক্ষকের মৃত্যু হয়।
নিহত কাজল কৃষ্ণ দাস চরআমানউল্যা গ্রামের বসন্ত কুমার দাসের ছেলে। তিনি স্থানীয় ইন্দ্রেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
আটক শান্ত মজুমদার একই গ্রামের খোকন চন্দ্র মজুমদারের ছেলে।
নিহতের ছেলে প্রাণতোষ দাস বলেন, পার্শ্ববর্তী খোকন চন্দ্র মজুমদারের কাছ থেকে পাওনা টাকার জন্য রোববার বিকাল সাড়ে ৪টার দিকে তাদের বাড়িতে যান বাবা। এ সময় খোকনের ছেলে শান্ত মজুমদার তার বাবাকে আটকে রেখে এলোপাতাড়ি মারধর করে।
হাতিয়া থানার ওসি আবুল খায়ের জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কাজল কৃষ্ণকে পিটিয়ে হত্যা করা হয়েছে তার ছেলের এমন অভিযোগের ভিত্তিতে শান্ত মজুমদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।