মাঝরাত থেকে ফেরি বন্ধের সিদ্ধান্তের পরও মুন্সীগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে ঈদে ঘরমুখী মানুষের উপচেপড়া ঢল নেমেছে।
এ অবস্থায় ফেরি না ছাড়ার নির্দেশনা থাকলেও যাত্রীদের চাপে পরে শিমুলিয়া ঘাট থেকে কুঞ্জলতা নামে একটি ফেরি ছেড়ে যায় বলে জানা গেছে।
শনিবার ভোর থেকে বিভিন্ন যানবাহনে করে ঘাট এলাকায় জড়ো হতে থাকেন হাজার হাজার মানুষ। অত্যাধিক যাত্রীর চাপে হিমশিম খেতে হচ্ছে ঘাট কর্তৃপক্ষকে।
এছাড়া একটি ফেরি অ্যাম্বুলেন্স পার করার জন্য প্রস্তুত করা হয়। তবে মানুষের চাপে পড়ে অ্যাম্বুলেন্স ফেরিতে উঠতে না পারায় ফেরিটি অন্যত্র সরিয়ে নেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
তবে শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ অবশ্য বিষয়টি জানেন না বলে এড়িয়ে যান।
জানা যায়, সকাল থেকে পুলিশ ঘাট এলাকায় কোনো যানবাহন ঢুকতে দিচ্ছে না। কয়েক কিলোমিটার পয়ে হেঁটে ঘাটে আসছেন যাত্রীরা। ফেরি বন্ধ থাকার খবর শুনে নিরুপায় হয়ে ঘাটে অপেক্ষা করছেন তারা। যদি কোনো ফেরি ছাড়ে সে অপেক্ষায়। অনেকে আবার ফিরে যাচ্ছেন রাজধানীর দিকে।