আজ মঙ্গলবার সকাল সাড়ে 11 টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে “ক্যাম্পাস থেকে ভবঘুরে ও উদ্বাস্তু উচ্ছেদ এবং যানবাহন নিয়ন্ত্রণসহ নিরাপদ ক্যাম্পাসের দাবিতে” ছাত্র অধিকার পরিষদ মানববন্ধনের আয়োজন করে।
উক্তো মানববন্ধনে সভাপতিত্ব করেন ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ সভাপতি মোহাম্মদ আসিফ। তিনি তার বক্তব্যে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শতবর্ষ উদযাপন উপলক্ষে মাষ্টার প্লান নিয়েছে। অথচ এতে শিক্ষার্থীদের নিয়ে কোন স্পষ্ট কিছু বলা হয়নি। ক্যাম্পাসে শিক্ষার উপর্যুক্ত পরিবেশ নিশ্চিত করার ব্যাপারে তারা কোন পরিকল্পনা নেয়নি। আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে ঢাবির প্রশাসনকে অনুরোধ করছি উনারা যেন শিক্ষার পরিবেশ নিশ্চিত করে এবং বহিরাগত মুক্ত একটি ক্যাম্পাস উপহার দেন।
সাধারণ সম্পাদক আকরাম হোসেন তার বক্তব্যে বলেন, ছাত্রদের কথা বলে ঢাকসু (ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ)। কিন্ত গত দু বছর যাবত ঢাকসু দেয়া হচ্ছেনা।যদিও করোনার মধ্যে শিক্ষক, কর্মকর্তা কর্মচারীদের নির্বাচন দেয়া হয়েছে। তাই অনতিবিলম্বে ঢাকসু দিতে হবে।
আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্য থিয়েটার ডিপার্টমেন্টের নুসরাত তাবাসসুম। তিনি বলেন,আমরা সুফিয়া কামাল হল,শামসুন নাহার হলে রাতে বহিরাগতদের কারণে চলাচল করতে পারিনা। অনেক ছাত্রীরা যৌন নির্যাতনের স্বীকার হয়। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন এ বিষয়ে সতর্ক হন।